৩৬তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে নারায়ণগঞ্জের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির নন ক্যাডারে ৪ সহকারী শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ইংরেজিতে ১ জন, সামাজিক বিজ্ঞানে ১ জন, ভৌতবিজ্ঞানে ১ জন, ভূগোলে ১ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশে এবং পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্যগত প্রতিবেদনের আলোকে এসব শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণির নন ক্যাডারে নিয়োগ পাওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এ ৪ শিক্ষক জাতীয় বেতন স্কেলে ২০১৫ অনুসারে ১০ম গ্রেডে বেতন পাবেন।
জানা গেছে, ইংরেজী বিষয়ে আইইটি স্কুলে নিয়োগ পেয়েছেন জোহরা বিনতে আবেদীন, সমাজিক বিজ্ঞান বিষয়ে নাদিম মোহাম্মদ ফয়সাল, ভৌত বিজ্ঞান বিষয়ে এএইচএম আশিকুর রহমান ও নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূগোল বিষয়ে নিঘোগ পেয়েছেন নয়ন চন্দ্র পাল।